মধ্যরাতে রাজভবনের চিঠি নিয়ে জোর জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। যদিও সোমবার একপ্রকার সেই জল্পনায় জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানো চিঠিতে? প্রকাশ্যে জানিয়ে দিলেন মমতা।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ সফরে যাওয়ার আগে শুভেচ্ছা জানিয়ে দু-চার কথা লিখেছেন রাজ্যপাল। এর বেশি কিছু নয়। গোপন চিঠির কথা আমি কেন প্রকাশ্যে বলতে যাব!”
এপ্রসঙ্গে সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসও জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন। তার আগে আমি তাঁকে কোনও টেনশন দিতে চাইনা।”