বাংলায় শিল্প টানতে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করে নিজের সফরসূচির কথা জানালেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানালেন, মঙ্গলবার সকালে কলকাতা থেকে রওনা হবেন তিনি। দুবাইয়ে পৌঁছে আগামীকাল সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী। পরশুদিন মাদ্রিদে পৌঁছবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল। সেখানেই তিন দিন ধরে বিভিন্ন শিল্পপতি ও গোষ্ঠীর সঙ্গে বৈঠক হবে। সেখান থেকে ট্রেনে করে বার্সেলোনায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে সেখানেও ২/৩ দিন ধরে শিল্পপতি ও গোষ্ঠীগুলির সঙ্গে প্রতিনিধিদলের আলোচনা হবে। ফের দুবাইয়ে ফিরে সেখানকার শিল্পপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করে ২৩ সেপ্টেম্বর ফের কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।