মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েতে সমিতিতে স্থয়ী সমিতি গঠনের প্রক্রিয়ার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ওই দিন পরবর্তী শুনানিতে সব পক্ষের সওয়াল-জবাব শুনে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।
এরসঙ্গেই বিচারপতি সিনহা আরও নির্দেশ দিয়েছেন, যদি ইতিমধ্যেই ভোটাভুটির প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়ে থাকে, তাহলেও সেই সিদ্ধান্ত ২০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকরী করা যাবেনা। প্রসঙ্গত, মুর্শিদাবাদের রানিনগরে জোর করে পঞ্চায়েত সদস্যদের দলবদল করানো হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল কংগ্রেস ও সিপিএম।