দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীদের হাতেই ‘তালাবন্দি’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার! মঙ্গলবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা বিজেপির সদর দফতরে। জানা যাচ্ছে, এদিন জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য কার্যালয়ে আসেন সাংসদ সুভাষ সরকার।
এরপরেই একদল বিজেপি কর্মী সুভাষ সরকারকে ঘরের ভেতরে আটকে, বাইরে থেকে তালা দিয়ে দেন। দীর্ঘক্ষণ বাইরে চলে বিক্ষোভ। অবশেষে কোনক্রমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। কার্যত পালিয়ে এলাকা ছাড়তে হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে।
কিন্তু কেন এই বিক্ষোভ? বিজেপি কর্মীদের দাবি, কল্যাণী এইমসে চাকরি করে দেওয়ার নাম করে ৫ লক্ষ করে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন সাংসদ সুভাষ সরকার। এছাড়ও দলীয় পদ ও নির্বাচনের টিকিট দেওয়ার জন্যও লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে দাবি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের।