Sambad Samakal

Manik Bhattacharya: পার্থর মত ব্যক্তিগত স্কুল রয়েছে মানিকেরও! কী দাবি ইডির?

Sep 12, 2023 @ 1:28 pm
Manik Bhattacharya: পার্থর মত ব্যক্তিগত স্কুল রয়েছে মানিকেরও! কী দাবি ইডির?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার আদালতে বিস্ফোরক অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের দাবি, মানিক ভট্টাচার্যের একটি ব্যক্তিগত বেসরকারি স্কুল রয়েছে। ওই স্কুল তৈরির সময়ে চাকরি বিক্রির বেআইনি অর্থ খরচ করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে মানিক ভট্টাচার্যের আইনজীবী আদালতে দাবি করেছেন, এধরণের কোনও ব্যক্তিগত মালিকানাধীন স্কুল মানিক ভট্টাচার্য বা তাঁর পরিবারের নেই। যে স্কুলের কথা বলা হচ্ছে সেটি ১০০ বছরের পুরনো সরকারি স্কুল। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পরে বিচারক ফোর তিন সপ্তাহ পরে মামলার শুনানির দিন ধার্য করেছেন।

Related Articles