Sambad Samakal

Nabanna: রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল! বদলি একাধিক জেলাশাসক, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Sep 12, 2023 @ 2:23 pm
Nabanna: রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল! বদলি একাধিক জেলাশাসক, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

মঙ্গলবার সকালেই বিদেশ সফরে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই প্রকাশ্যে এল রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের কথা। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই একাধিক জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে। এছাড়াও পদোন্নতি করে বেশ কয়েক জন আমলাকে রাজ্য স্তরের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যপালের সম্মতি পাওয়ার পরেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্নের তরফে।

জানা যাচ্ছে, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুণ প্রসাদকে পাঠানো হয়েছে নদিয়া জেলার জেলাশাসক পদে। সেখানে এতদিন জেলা শাসক ছিলেন শশাঙ্ক শেঠি। অরুণ প্রসাদের স্থানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক করা হয়েছে শ্রী পোন্নামবালামকে। তিনি এতদিন দার্জিলিং জেলার জেলাশাসক ও জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ডঃ প্রীতি গোয়েলকে দার্জিলিংয়ের জেলাশাসক করা হয়েছে। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক শামা পারভিনকে জলপাইগুড়ি জেলার জেলাশাসক করা হয়েছে।

হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যকে পাশের জেলা হুগলির জেলাশাসক করা হয়েছে। সেখানে জেলাশাসক ছিলেন দীপপ প্রিয়া। আর দীপপ প্রিয়াকে জেলাশাসক করা হয়েছে হাওড়া জেলার।
বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ারকে সরিয়ে তাঁর স্থানে জেলাশাসক করা হয়েছে সিয়াদ এন-কে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকেও সরিয়ে দিয়ে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে আনা হয়েছে কোচবিহারে। উত্তর দিনাজপুরে জেলাশাসক পদে আনা হয়েছে সুরেন্দ্র কুমার মিনাকে। তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক ছিলেন। আলিপুরদুয়ারে জেলাশাসক পদে নিয়ে আসা হয়েছে কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলাকে।

এদিনের রদবদলে পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে বদলি করে বিপর্যয় মোকাবিলা দফতরে আনা হয়েছে। নদিয়ার জেলাশাসকক শশাঙ্ক শেঠিকে পর্যটন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে অর্থ দফতরের বিশেষ সচিব করেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলার জেলাশাসক রাধিকা আইয়ারকে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর করা হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্য দফতরের সচিবের পদে আনা হয়েছে।

Related Articles