ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত মামলায় তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল পৌনে ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান নুসরত।
দেখা যায়, নুসরতের হাতে প্রচুর ফাইল ও নথি রয়েছে। ইডির পক্ষ থেকে মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানি সংক্রান্ত সমস্ত নথি নুসরতকে হাজিরার সময়ে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এদিন ইডি দফতরে প্রবেশের সময়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি বসিরহাটের তৃণমূল সাংসদ।