পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! চলতি মাসেই একটানা তিন দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার। তারআগে শনিবার ও রবিবার অধিকাংশ সরকারি দফতরই বন্ধ থাকে। ফলে মাসের শেষে একটানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। আর এই ছুটিতে বন্ধু-পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে নিতে পারেন।