নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরার মুখোমুখি হতে ইডি দফতরে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১.৪৫ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক তথ্য জানতে অভিষেকের জন্য প্রশ্নমালা তৈরি করেছেন তদন্তকারীরা। বিশেষ করে কালীঘাটের কাকুর বয়ান ও লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে অভিষেকের সম্পর্ক ঠিক কী, সেই বিষয়ে জানতে চান তদন্তকারীরা। যদিও এদিন ইডি দফতরে পৌঁছনোর পরে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।