Sambad Samakal

Suvendu Adhikari: শুভেন্দুর দেহরক্ষী হত্যা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য! কী পর্যবেক্ষণ আদালতের?

Sep 13, 2023 @ 6:06 pm
Suvendu Adhikari: শুভেন্দুর দেহরক্ষী হত্যা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য! কী পর্যবেক্ষণ আদালতের?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী হত্যা মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য! বুধবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন এত দিন পরে মামলা নতুন করে শুরু করতে চাইছে রাজ্য? ঘটনাটিকে খুন বলে কি আদৌ ধরা যায়? মৃত ব্যক্তির স্ত্রী কি খুনের অভিযোগ দায়ের করেছেন?

এদিনের শুনানিতে বিচারপতি সেনগুপ্ত নিজের পর্যবেক্ষণে বলেন, ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে আত্মহত্যার কথা লেখা রয়েছে। মৃতের স্ত্রী শুধুমাত্র দেরিতে অ্যাম্বুলেন্স আসার অভিযোগ করেছেন। এরপরেও কি খুনের অভিযোগে মামলা চলতে পারে?

পাল্টা রাজ্যের পক্ষে আইনজীবী কল্যান ব্যানার্জী বলেন, অভিযুক্ত শুভেন্দু অধিকারী ঘটনার সময়ে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তাই ভয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়নি। যদিও রাজ্যের এই উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related Articles