Sambad Samakal

ED: কলকাতা পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ! ফের আদালতের দারস্থ ইডি

Sep 14, 2023 @ 1:33 pm
ED: কলকাতা পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ! ফের আদালতের দারস্থ ইডি

লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড মামলায় ফের কলকাতা পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রক্ষাকবচের দাবিতে মামলা দায়ের করেছে ইডি।

তাদের দাবি, অকারণে ফাইল ডাউনলোড মামলায় হেনস্তা করা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। জেনারেল ডায়েরির অজুহাতে তলব করা হচ্ছে থানায়। অথচ ইতিমধ্যেই হাইকোর্টে লিখিতভাবে জানানো হয়েছে যে, ওই ফাইলগুলি মামলার কাছে ব্যবহৃত হবেনা। জানা যাচ্ছে, এদিনই বিচারপতি সিনহার এজলাসে শুনানি হতে পারে।

Related Articles