ভারতের জাতীয় নির্বাচন কমিশন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিমকোর্টের সঙ্গে ফের সংঘাতে মোদি সরকার! জানা যাচ্ছে, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে এই বিষয়ে নয়া বিল আনতে চলেছে কেন্দ্র। তিন জনের নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে।
সূত্রের খবর, মোদি সরকারের নয়া বিলে যে তিন জনের কমিটির কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও এক জন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। যদিও সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী প্রধান বিচারপতির এই কমিটিতে থাকার কথা ছিল। ওই তিন জনের কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর দেবেন দেশের রাষ্ট্রপতি।
মোদি সরকারের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, সুপ্রিমকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে, নিজেদের মতামত সকলের ওপরে চাপিয়ে দিতেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।