যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার দুই থানার ওসি সহ মোট ৩৩ জনের নয়া অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অ্যান্টি র্যাগিং কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন স্বয়ং উপাচার্য। এছাড়াও সমস্ত বিভাগীয় প্রধান, ডিন অফ স্টুডেন্টস, ছাত্র সংসদের প্রতিনিধিরা, যাদবপুর ও বিধাননগর উত্তর থানার ওসিরা থাকবেন। অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যদের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নোটিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।