Sambad Samakal

KolkataHC: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক সহ কাদের সম্পত্তির হিসেব তলব হাইকোর্টের?

Sep 14, 2023 @ 5:40 pm
KolkataHC: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক সহ কাদের সম্পত্তির হিসেব তলব হাইকোর্টের?

লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় পুলিশি হেনস্তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীনই বড়সড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিন তিনি নির্দেশ দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওই সংস্থার সমস্ত ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে হবে ইডিকে। এমনকী এই মামলায় যে টলিউড অভিনেতা-অভিনেত্রীদের নাম উঠে এসেছিল, তাদের সম্পত্তির হিসেবও জমা দিতে হবে আদালতে। এরসঙ্গেই লিপস অ্যান্ড বাউন্ডস নামক সংস্থাটির রেজিস্ট্রেশন সহ যাবতীয় তথ্য তলব করা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে, তিনি ওই সংস্থার সিইও পদে রয়েছেন।

Related Articles