রাজ্যে শিল্প টানতে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার দুপুরে স্পেনের রাস্তায় অ্যাকর্ডিয়ানে সুরের ঝঙ্কার তুললেন তিনি।
সিন্থেসাইজার থেকে অ্যাকর্ডিয়ান, অনায়াসেই যেকোনও যন্ত্র বাজিয়ে দিতে পারেন মমতা। মাদ্রিদের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে, এক ব্যক্তিকে অ্যাকর্ডিয়ান বাজাতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে এগিয়ে গেলে বাংলার মুখ্যমন্ত্রীকে বাদ্যযন্ত্রটি বাজানোর জন্য এগিয়ে দেন শিল্পী। আর তারপরেই তৎক্ষণাৎ ‘আমরা করব জয়’ গানের সুর তোলেন মমতা।