সদ্য নির্বাচিত পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের জন্য বিশেষ ট্রেনিং! এমনই পরিকল্পনার কথা জানা যাচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে। প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় ৫ ধাপে এই ট্রেনিং হবে বলে খবর।
জানা যাচ্ছে, আইআইটি খড়গপুর ও আইআইএম জোকায় এই বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কীভাবে অত্যন্ত কম সময়ে ও সুচারুভাবে সাধারণ নাগরিকদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাবে, সেই বিষয়েই এই ট্রেনিং বলে খবর। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকদিন রেখে ট্রেনিং দেওয়া হবে বলে খবর।