Sambad Samakal

SSKM: কাচ ভেঙে গুরুতর রোগীর পরিজন, দুর্ঘটনা এসএসকেএমে

Sep 15, 2023 @ 2:50 pm
SSKM: কাচ ভেঙে গুরুতর রোগীর পরিজন, দুর্ঘটনা এসএসকেএমে

রক্তারক্তি কাণ্ড এসএসকেএম হাসপাতালে। শুক্রবার কার্ডিওলজি বিল্ডিংয়ের তিন তলা থেকে জানলার কাচ ভেঙে পড়ে মাথা ফাটল রোগীর আত্মীয়ের। হাসপাতালেই চিকিৎসা করা হয় আহতের। তবে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

জানা গিয়েছে, এফিন দুপুরে আচমকাই ভেঙে পড়ে তিনতলার ওই জানলার কাচ। নিচে দাঁড়িয়ে থাকা রোগীর আত্মীয়ের মাথায় সরাসরি গিয়ে লাগে ওই কাচের ভারী টুকরো। রক্ত বেরোতে থাকে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। যদিও খবর লেখা পর্যন্ত এ বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles