Sambad Samakal

Firhad Hakim: সামাজিক সম্মান নষ্ট করে প্রচারে থাকার চেষ্টা! পুরসভায় হাতাহাতি কাণ্ডে কী দাবি মেয়রের?

Sep 16, 2023 @ 4:11 pm
Firhad Hakim: সামাজিক সম্মান নষ্ট করে প্রচারে থাকার চেষ্টা! পুরসভায় হাতাহাতি কাণ্ডে কী দাবি মেয়রের?

শনিবার কলকাতা পুরসভায় নজিরবিহীন ভাবে পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে শোকজের মুখোমুখি হয়েছেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই ঘটনায় এবার মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাটিকে অনভিপ্রেত হিসেবে বর্ণনা করেও প্রশ্ন তুললেন বিরোধী কাউন্সিলরদের ভূমিকা নিয়েও।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বিরোধী দলের কাউন্সিলররা তাদের দায়িত্ব পালন করছেননা। শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের কাজ করছেন। আমাদের কী আত্মসম্মান নেই! হাউসে যে হাতাহাতি হয়েছে, সেটা ঠিক না। যা হচ্ছে এরপরে কোনও ভদ্রলোকের বাড়ির ছেলে কি আর রাজনীতি করবে! কখনও এজেন্সিকে দিয়ে ডাকাচ্ছে, কখনও সামাজিকভাবে অসম্মানহানী করছে। কিছু প্রমাণ করতে না পারলে সম্মান ফেরত কে দেবে? সামাজিক অসম্মানের চেষ্ঠা করে সস্তার রাজনীতি করছে বিরোধীরা। এনাথ ইস এনাফ, অসভ্যতার একটা সীমা আছে! রাজনীতি করতে এসে কি অপরাধ করেছি!”

এরসঙ্গেই মেয়র আরও বলেন, “আজ হাউসে যা হয়েছে তা ঠিক হয়নি৷ আমি কোনও ঘটনা সম্পর্কে সাফাই দিচ্ছি না। তবে লাগাতার কাউকে সামাজিক ভাবে অসম্মান করলে, তার প্রতিক্রিয়া’তো হবেই!”

Related Articles