হকার-রেল পুলিশের মধ্যে সংঘর্ষে শনিবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া স্টেশন! জানা যাচ্ছে, এদিন ট্রেনে হকারি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদের হাওড়া স্টেশনপ বিক্ষোভের কর্মসূচী নিয়েছিল জাতীয় বাংলা সম্মেলন দলের অন্তর্ভুক্ত হকাররা। ৫ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ শুরুর সঙ্গে সঙ্গেই রেল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
বিক্ষোভকারী হকারদের অভিযোগ, রেল পুলিশ বিনা প্ররোচনায় তাদেট ওপর আক্রমণ করে। লাঠিচার্জও করা হয়। ইতিমধ্যেই বেশ কয়েক জন হকারকে আটক করেছে রেল পুলিশ। এই ঘটনায় হতচকিত হয়ে যান রেল যাত্রীরা। এই মুহূর্তে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।