শনিবার দুপুরে কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরা। যাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালা রায় বলেন, “অধিবেশনে মানুষের কথা বলার জন্য কাউন্সিলররা আসেন। সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। শাসক, বিরোধী সকলের জন্যেই একই নিয়ম। আমরা দু’জন কাউন্সিলর যাদের মধ্যে মূল গন্ডগোল, বিজেপির সজল ঘোষ ও তৃণমূলের অসীম বসুকে শোকজ করেছি। জবাবে সন্তষ্ট না হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। লোকসভা, বিধানসভাতেও কখনও কখনও এই ধরনের ঘটনা ঘটে। সকলকে নিয়ম মেনে চলতে হবে।”