কলকাতা পুরসভার অধিবেশনে ধুন্ধুমার! অধিবেশন কক্ষের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা! পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল খোদ মেয়র ফিরহাদ হাকিমকে।
শনিবার কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝার দিকে তেড়ে যান তৃণমূল কাউন্সিলর অসীম বসু। আচমকাই তৃণমূল কাউন্সির অসীম বসু ও সুদীপ পোল্লের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপির সজল ঘোষ ও বিজয় ওঝার।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে এগিয়ে যান খোদ মেয়র ফিরহাদ হাকিম। দু’পক্ষকে কোনওমতে নিরস্ত করে সরিয়ে দেন তিনি। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, পরিকল্পনা করেই তাঁদোর ওপর হামলা করা হয়েছে। পাল্টা কাউন্সিলর অসীম বসুর দাবি, বিজেপি কাউন্সিলরের কুরুচিকর আক্রমণের তিনি শুধুমাত্র প্রতিবাদ করেছেন। কোনও ধরনের মারামারি হয়নি।