সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন নিত্যযাত্রীরা! জানা যাচ্ছে, শনিবার সকালে সাড়ে ৯টা নাগাদ দমদম স্টেশনেই লাইনচ্যুত হয় ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল। যদিও এই ঘঠনায় হতাহতের কোনও খবর নেই।
রেল সূত্রে খবর, কল্যাণী থেকে মাঝেরহাটমুখী ট্রেনটি দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার সময়ে আচমকাই একটি চাকা লাইনচ্যুত হয়। প্রবল আওয়াজ করে থেমে যায় ট্রেন। আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে আসেন যাত্রীরা। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।