সুবর্ণ সুযোগ! বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেতে চলেছে আম জনতা! সম্প্রতি মোদি সরকারের পক্ষ থেকে এমনই এক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। মোট ৭৫ লক্ষ মহিলাকে নতুন করে এই বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ তুলে দেওয়া হবে বলে খবর।
জানা যাচ্ছে, উজ্জ্বলা ২.০ প্রকল্পের অধীনে মহিলাদের বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হবে। মোদি সরকারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সুপারিশ অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। এরফলে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটি।