Sambad Samakal

Mamata: বকেয়া অর্থ আদায়ে কেন্দ্রীয় মন্ত্রীর দুয়ারে মমতা-অভিষেক

Sep 16, 2023 @ 6:10 pm
Mamata: বকেয়া অর্থ আদায়ে কেন্দ্রীয় মন্ত্রীর দুয়ারে মমতা-অভিষেক

কেন্দ্রীয় বকেয়া অর্থ আদায়ে এবার খোদ মন্ত্রীর দুয়ারে যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর দিল্লিতে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির বাইরে ধরনার কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে, ওই সময়েই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে দলের তরফে। জানানো হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন দলের সাংসদ, বিধায়ক ও পঞ্চায়েত জনপ্রতিনিধের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল। এখন দেখার শেষপর্যন্ত মমতা-অভিষেকের মুখোমুখি হন কিনা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

Related Articles