ভারতের বিভিন্ন প্রান্তে সক্রিয় কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংস্থা ইসলানিক স্টেটস বা আইএস! আর সেই চক্রের পর্দাফাঁস করতে শনিবার দেশজুড়ে অন্তত ৩০টি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
সংবাদসংস্থা সূত্রে খবর, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় এই অভিযান চলছে। এরমধ্যে একটি স্থানে ইসলামিক স্টেটসের প্রশিক্ষণ শিবির চলছিল বলে খবর। প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর ইসলামিক স্টেটস সংগঠনের অন্যতম মাথা সৈয়দ নাবিলকে চেন্নাই থেকে গ্রেফতার করেছিল এনআইএ। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই বিশাল অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।