একশো দিনের টাকা সহ কেন্দ্রীয় বকেয়া অর্থ আদায়ে এবার সরাসরি মন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস! জানা যাচ্ছে, দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির সামনে আগামী ২ ও ৩ অক্টোবর ধরনার পরিকল্পনা নিয়েছে বাংলার শাসক দল।
ইতিমধ্যেই কর্মসূচীর অনুমতি চেয়ে দিল্লি পুলিশের কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েন। সেই চিঠিতে ৫ দিনের জন্য দিল্লির রামলীলা ময়দানে ৫০ হাজার তৃণমূল কর্মীর থাকার অনুমতি চাওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।