Sambad Samakal

Anupam Hazra: কলকাতা পুরসভায় হাতাহাতি, তৃণমূল সাংসদদের হুমকি অনুপমের!

Sep 17, 2023 @ 1:34 pm
Anupam Hazra: কলকাতা পুরসভায় হাতাহাতি, তৃণমূল সাংসদদের হুমকি অনুপমের!

শনিবার কলকাতা পুরসভায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। এবার সেই ঘটনায় সরাসরি তৃণমূল সাংসদদের হুমকি দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা!

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপম লেখেন, “সংখ্যাগরিষ্ঠতার সুযোগে পুরসভায় বিজেপি কাউন্সিলরদের মারধর করা হয়েছে। লোকসভায়’তো বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে। তাহলে আগামী লোকসভা অধিবেশনে তৃণমূলীদের প্রতি ঠিক একই প্রথা প্রয়োগ করলে মন্দ কি!”

পাল্টা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, বিজেপিই বিরোধীদের কন্ঠরোধ করে। সেই কারণেই হুমকি দিচ্ছেন শেষ বারের মতো তৃণমূলের টিকিটে জেতা সাংসদ অনুপম হাজরা।

Related Articles