এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজের আগুন বোলিংয়ের জেরে কার্যত ছারখার হয়ে গেল লঙ্কা! বল হাতে নয়া রেকর্ডও গড়লেন ভারতীয় তরুণ বোলার মহম্মদ সিরাজ। মাত্র ১৬ বলে ৬ উইকেট তুলে নেন তিনি।
এছাড়াও হার্দিক পাণ্ডিয়া ৩টি ও যশপ্রীত নেন ১টি উইকেট। ফলে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কার ক্রিকেট দল। এদিন নিজেদের ওয়ান ডে ম্যাচের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে শ্রীলঙ্কা। ফলে ২০২৩ সালের এশিয়া কাপ ঘরে তুলতে মাত্র ৫১ রান প্রয়োজন টিম ইন্ডিয়ার।