রবিবার সকাল থেকেই হরিদেবপুরের বকুলতলা মোড় সংলগ্ন ময়লা ফেলার ভ্যাটে বোমা জাতীয় বস্তুকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। অবশেষে বেলা সাড়ে ১২টা নাগাদ সন্দেজনক ওই বস্তুটি উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে গেল কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড।
আধিকারিকদের প্রাথমিক অনুমান, বোমের মত দেখতে বস্তুটির ভেতরে মারাত্মক কোনও বিস্ফোরক নেই। তবুও ফাঁকা যায়গায় নিয়ে গিয়ে সেটি পরীক্ষা করেই এই বিষয়ে নিশ্চিত হবেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এলাকার পৌর প্রতিনিধির দাবি, আতঙ্ক তৈরি করতেই কেউ বা কারা পরিকল্পনা করে এই কাণ্ড ঘটাতে পারে। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।