খাদ কলকাতার হরিদপবপুরে বোমাতঙ্ক! জানা যাচ্ছে, রবিবার সকালে হরিদেবপুর থানা এলাকার বকুলতলা মোড় সংলগ্ন একটি ময়লা ফেলার ভ্যাটে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান সাফাইকর্মীরা। একটি ছোট বাক্সের সঙ্গে তার জড়ানো অবস্থায় দেখেই সন্দেহ হয় তাদের।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে কলকাতা পুলুশের বম্ব ডিসপোজাল স্কোয়াড। স্নিফার ডগ ও বিভিন্ন স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে আদৌ ওই বস্তুতি বোমা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে।