Sambad Samakal

Mamata: কলকাতার কোন স্টেডিয়ামে অ্যাকাডেমি গড়ছে লা লিগা? কী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

Sep 17, 2023 @ 6:21 pm
Mamata: কলকাতার কোন স্টেডিয়ামে অ্যাকাডেমি গড়ছে লা লিগা? কী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর?

স্পেন সফরে গিয়ে বিখ্যাত ফুটবল ক্লাব লা লিগার সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবলের উন্নতিসাধনে বাংলায় অ্যাকাডেমি গড়ার সিদ্ধান্ত হয়েছিল ওই বৈঠকে। সেই অনুযায়ী এবার লা লিগা কর্তৃপক্ষের হাতে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম তুলে দিতে চলেছে রাজ্য সরকার। রবিবার মাদ্রিদ থেকে বার্সেলোনা যাওয়ার পথে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে ফুটবল প্রশিক্ষণের অ্যাকাডেমি গড়বে লা লিগা। সারা বাংলা থেকে বাছাই করা ফুটবল প্রতিভাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। খুব দ্রুতই অ্যাকাডেমি তৈরির যাবতীয় কাজ সম্পন্ন করতে কলকাতায় আসছেন লা লিগার প্রতিনিধিরা। প্রসঙ্গত, অ্যাকাডেমি তৈরি করার প্রতিশ্রুতি পাওয়ার পরেই, লা লিগার জন্য ফুটবল স্টেডিয়াম খুঁজছিল রাজ্য সরকার। নতুন করে স্টেডিয়াম তৈরির ঝক্কি এড়িয়ে তাই ঝা-চকচকে কিশোর ভারতীয় স্টেডিয়ামই লা লিগার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

Related Articles