বাংলায় শিল্প টানতে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ট্রেনে করে মাদ্রিদ থেকে বার্সেলোনার পথে চলেছেন তিনি। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ট্রেনের একটা গোটা কামরা সংরক্ষণ করা হয় বাংলার মুখ্যমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের জন্য। ভারতীয় রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও ট্রেনের ফার্স্ট ক্লাসে না গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাধারণ কামরাতেই সফর করেন মমতা।
জানা যাচ্ছ, সোমবার বার্সেলোনায় ঠাসা কর্মসূচী রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। ভারতীয় নাচ-গানের মাধ্যমে মমতাকে স্বাগত জানানো হবে। প্রবাসী ভারতীয়দের মিলনোৎসবে যোগ দেওয়া থেকে শিল্পপতি ও শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সুদূর স্পেনের শহর বার্সেলোনাতেও।