অধ্যাপকের সাম্মানিক মাত্র ১০০ টাকা! দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ওই বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোজফি ও এডুকেশন পড়ানোর জন্য অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে। আর সেই অধ্যাপকরা ক্লাসপিছু পাবেন ১০০ টাকা করে।
এছাড়াও বলা হয়েছে, সপ্তাহে সর্বোচ্চ ১৫টি ক্লাস দেওয়া হবে ওই অতিথি শিক্ষকদের। কোনও ধরনের ভাতাও দেওয়া হবেনা। আর একে কেন্দ্র করেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। একুশ শতকে এক জন কলেজের অধ্যাপকের সাম্মানিক কীভাবে ১০০ টাকা হয়, সেই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্তব্য করেছেন, “তৃণমূল সরকারের আমলে এটাই শিক্ষার মূল্য!” যদিও এই বিষয়ে সরকারিভাবে বা কলেজের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।