আগামীকাল, সোমবার বিশ্বকর্মা পুজো। আর তারআগেই রবিবার আচমকা বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল! ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কয়েক হাজার শ্রমিক।
জানা যাচ্ছে, দিন কয়েল আগেই এক শ্রমিকের সঙ্গে বচসা হয় মিল কর্তৃপক্ষের। হাতাহাতি থেকে থানা-পুলিশ পর্যন্ত গড়ায় গোটা ঘটনা। এদিন সকালে ওই শ্রমিককে কাজে যোগ দিতে বাধা দেয় কর্তৃপক্ষ। এরপরেই মিলের সমস্ত কাজ বন্ধ করে বেরিয়ে আসেন শ্রমিকরা। গেটে তালা দিয়ে দেয় রিলায়েন্স জুটমিল কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে সরকারিভাবে মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।