শান্তিনিকেতনের মুকুটে নয়া পালক! বিশ্ব হেরিটেজের তকমা পেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। শুধু বাংলা নয়, গোটা দেশের কাছেই এ এক অনন্য স্বীকৃতি বলেই মত ওয়াকিবহাল মহলের।
রবিবার আনুষ্ঠানিক ভাবে ইউনেস্কোর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবিষয়ে ঘোষণা করা হয়েছে। এ খবরে স্বভাবতই খুশি লালমাটির দেশের মানুষ।