নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তোপের মুখে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা! ওএমআর শিট নষ্ট করে দেওয়া সংক্রান্ত মামলায় কেন মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এরসঙ্গেই তাঁর প্রশ্ন, মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগিতা করলে, কেন সুপ্রিমকোর্টে রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন করছে না সিবিআই? সিবিআই কি মানিক ভট্টাচার্যের সঙ্গে রয়েছে? যদিও বিচারপতির এই কড়া প্রশ্নের জবাব দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী। বিস্তারিত তথ্য নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানানো হবে আশ্বাস দেন সিবিআইয়ের আইনজীবী।