Sambad Samakal

Mamata: মমতাকে পেয়ে আপ্লুত বার্সেলোনার প্রবাসীরা, উত্তরবঙ্গে বিনিয়োগ কোন শিল্পপতির?

Sep 18, 2023 @ 7:13 pm
Mamata: মমতাকে পেয়ে আপ্লুত বার্সেলোনার প্রবাসীরা, উত্তরবঙ্গে বিনিয়োগ কোন শিল্পপতির?

শিল্প টানতে স্পেনের বিভিন্ন শহরে সফর করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম কোনও ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কার্যত আপ্লুত প্রবাসীরা। মমতা নিজেও সমস্ত রকম রাজনৈতিক সংঘাত এড়িয়ে ‘ইন্ডিয়ান’ পরিচয়ে মিশে গিয়েছেন সাধারণের মাঝে। মঙ্গলবার বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলা মূল শিল্প সম্মেলনের আগেই সোমবার বিভি্ন শিল্পপতিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বার্সেলোনায় মিত্তল গোষ্ঠীর একটি রেল লাইন ও আনুষাঙ্গিক সামগ্রী তৈরির কারখানা এদিন ঘুরে দেখেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ অন্যান্যরা৷ সেই সময়েই প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে, উত্তরবঙ্গের শিলিগুড়িতে জার্মান প্রযুক্তি ব্যবহার করে একটি কারখানা তৈরি করবে মিত্তলরা। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়িকে কেন্দ্র করে নতুন সম্ভাবনা খুলে যাবে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles