বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় প্রায় ৬৩ হাজার ক্লাবকে এবছর ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে চলতি সপ্তাহেই শুনানি হতে পারে। মামলাকারীর দাবি, সরকারি টাকার অপচয় করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ক্লাবগুলোকে টাকা পাইয়ে দিচ্ছে রাজ্য সরকার।