সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশের অবমাননা করেছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন! এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই মামলায় রাজ্যের জবাব তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রশ্ন করেন, কেন রাজয় ও কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবেনা, সেই বিষয়ে জবাব দিতে হবে৷ এছাড়াও পঞ্চায়েত ভোট হিংসায় মোট কত’জনের মৃত্যু হয়েছে ও তাদের মধ্যে কত জনের পরিবার রাজ্য সরকারের ক্ষতিপূরণ পেয়েছে, সেই বিষয়েও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর।