Sambad Samakal

Professor: চাপের মুখে নতি স্বীকার! বাতিল ১০০ টাকায় অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি

Sep 18, 2023 @ 4:20 pm
Professor: চাপের মুখে নতি স্বীকার! বাতিল ১০০ টাকায় অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি

মাত্র ১০০ টাকা ক্লাসপিছু সাম্মানিক ভাতার বিনিময়ে অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। আর প্রবল বিতর্ক ও সমালোচনার মুখে সেই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করল কলেজ কর্তৃপক্ষ। চাপের মুখে অবশেষে নতি স্বীকার করে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা সহ একাধিক বিষয়ে অতিথি অধ্যাপক নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল তপনের এই কলেজ। সেখানেই বলা হয়েছিল, সপ্তাহে সর্বোচ্চ ১৫টি ক্লাসপিছু ১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আর তাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল প্রবল বিতর্ক।

Related Articles