নিয়োগ দুর্নীতি মামলায় এবার মুর্শিদাবাদের এক সহকারী স্কুল পরিদর্শককে গ্রেফতার করল রাজ্য সিআইডি। ধৃতের নাম সুনীল কুমার বর্মন।
জানা যাচ্ছে, গোথা এআর হাইস্কুলে নিজের ছেলেকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন প্রধান শিক্ষক। আর সেই ঘটনাতেই সরাসরি যুক্ত ছিলেন সুনীল কুমার বর্মন। এমনটাই অভিযোগ সিআইডির তদন্তকারীদের। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাবেন তদন্তকারী আধিকারিকরা।