কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল দশম শ্রেণির পড়ুয়া শেখ শানের। খুনের অভিযোগে এফআইআর দায়েরের পরেও সঠিক তদন্ত করছেনা কলকাতা পুলিশ, এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন মৃত পড়ুয়ার পরিবারের সদস্যরা। এবার এই ঘটনার তদন্ত সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে তদারকি করার নির্দেশ দিল হাইকোর্ট।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, অবিলম্বে স্কুলের যাবতীয় সিসিটিভি ফুটেজ ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করতে হবে। মৃত পড়ুয়ার প্রথম ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএম হাসপাতালের বিশেষ মেডিক্যাল বোর্ডের কাছে জমা দেবে পুলিশ। চিকিৎসকরা ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে নিজেদের মতামত জানাবেন।
এরসঙ্গেই কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ, ময়নাতদন্তের রিপোর্টের কপি পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে হবে। আগামী ৬ অক্টোবর পরবর্তী শুনানিতে কেস ডায়েরি হাইকোর্টে জমা দেবে কলকাতা পুলিশ। খোদ কমিশনারের নজরদারিতে তদন্ত চলবে।