তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে ২০ সেপ্টেম্বর থেকে লাগাতার রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছিলেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার সেই অবরোধকেই ‘বেআইনি’ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষকে বিপদে ফেলে কোনও ধরনের অবরোধ করা উচিত নয়। আন্দোলনের এই ধরনের রূপ ‘বেআইনি’। সবমিলিয়ে বলাই যায়, এদিন আদালতের নির্দেশে বেশ খানিকটা ধাক্কা খেলেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।