Sambad Samakal

Raninagar Panchayat: জেল থেকে তুলে এনে ভোট! রানিনগর ২ পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?

Sep 19, 2023 @ 5:59 pm
Raninagar Panchayat: জেল থেকে তুলে এনে ভোট! রানিনগর ২ পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?

মুর্শিদাবাদের রানিনগর ২ ব্লকের পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন নিয়ে মঙ্গলবার বড়সড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন তিনি নির্দেশ দিয়েছেন, পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন করাতে হবে।

ওই নির্বাচনে কংগ্রেসের জয়ী সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের ব্যবস্থা করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। এছাড়াও পঞ্চায়েত সমিতিতে জয়ী বাকি ৬ কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে নির্বাচনের দিন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবেনা। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ সেপ্টেম্বর। ওই দিন নির্বাচন সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে ব্লক প্রশাসনকে।

Related Articles