‘নয়া’ সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু’টি! লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর অভিযোগে কার্যত তোলপাড় পড়ে গেল।
সংবাদসংস্থার কাছে অধীর চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর সময়ে সাংসদদের একটি করে সংবিধান দেওয়া হয়। আর সেখানেই মুখবন্ধ থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি বাদ দেওয়া হয়। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধীরা।
মোদি বিরোধীদের দাবি, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কোনও আলোচনা ছাড়াই সংবিধান বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। যা কোনওভাবেই মেনে নেওয়া হবেনা।