ডিএলএড কলেজগুলোর ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের শিক্ষা পর্ষদ। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানানো হয়, এখন থেকে অফলাইন পদ্ধতিতে আর কোনও ভর্তি করা হবেনা ডিএলএড কলেজে। শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই ভর্তি হওয়া যাবে।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের আইনজীবী জানান, “ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অনলাইন পদ্ধতি অবলম্বন করা হবে। এর ফলে ডিজিটালি সমস্ত পড়ুয়াদের রেকর্ড জমা থাকবে। ভবিষ্যতে যেকোনও প্রয়োজনে সেই নথি খতিয়ে দেখা যেতে পারে।”
রাজ্য শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। এখন কতদিন এই পদ্ধতি স্বচ্ছতার সঙ্গে চলে, সেটাই দেখার।”