লগ্নি টানতে বিদেশ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্পেন থেকে দুবাইয়ের পতে রওনা দেবেন তিনি। আর তারআগে বিদেশের মাটিতে বসেই কলকাতার দুর্গাপুজোর থিম সং লিখলেন মমতা।
জানা যাচ্ছে, মন্ত্রী অরূপ বিশ্বাসের দুর্গাপুজো সুরুচি সংঘের থিম সং লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী। “মাগো তোমার এত রূপ দেখি নি তো আগে” শীর্ষক এই থিম সংই বাজবে সুরুচি সংঘের মণ্ডপে। এমনকী এদিন সেই গানের প্রাথমিক রেকর্ডিংও বিদেশের মাটিতে বসেই শুনেছেন মুখ্যমন্ত্রী।