সিউড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় মহিলাদের মুখে ‘মমতাদি জিন্দাবাদ’ স্লোগান! চরম অস্বস্তিতে পড়ে মুখে কার্যত কুলুপ এঁটেছেন জেলা বিজেপি নেতারা। পাল্টা তৃণমূল শিবিরের দাবি, সবই লক্ষ্মীর ভাণ্ডারের সুফল। নেট মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
আসলে মঙ্গলবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চায়েতি রাজ সম্মেলনের আয়োজন করেছিল জেলা বিজেপি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী জনপ্রতিনিধি সম্মানিত করা হয়। সেখানেই বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বক্তব্য রাখার সময়ে, আচমকাই মঞ্চ থেকে এক মহিলা নেত্রী ‘নারিশক্তি জিন্দাবাদ’ বলে স্লোগান তুলতে শুরু করেন। সেই সময়েই ‘মমতাদি জিন্দাবাদ’ বলে ওঠেন তিনি। মঞ্চের নীচে থাকা কিছু ব্যক্তি সেই স্লোগানের পুনরাবৃত্তিও করেন।
এই ঘটনার সময়ে মঞ্চে বসে ছিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সভার শেষে এই বিষয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই বিরোধী দলের সভাতেও মহিলারা মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিয়ে ফেলেছেন।