রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা মামলায় ফের তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের কাছ থেকে নথি তলব করল ইডি! জানা যাচ্ছে, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানি সংক্রান্ত বেশ কিছু নথি ও তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে সূত্রের খবর, অভিযুক্ত কোম্পানির মালিক রাকেশ সিংহকেও নতুন করে তলব করা হতে পারে ইডি দফতরে। প্রসঙ্গত, ৫ লক্ষ করে টাকার বিনিময়ে রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। একসময়ে যার অন্যতম ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।