Sambad Samakal

WB Government: রাজ্য সরকারি কর্মীদের পদন্নোতির জন্য নয়া কমিটি নবান্নের?

Sep 20, 2023 @ 10:33 am
WB Government: রাজ্য সরকারি কর্মীদের পদন্নোতির জন্য নয়া কমিটি নবান্নের?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। সচিবালয়, ডিরেক্টরেট ও স্থানীয় দফতরের কর্মীদের পদোন্নতির জন্য নয়া কমিটি গঠন করল নবান্ন। রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিটি নিজেদের সুপারিশ জমা দেবে।

নবান্ন সূত্রে খবর, রাজ্য সচিবালয়ের কর্মীদের পদোন্নতির বিষয়টি তুলনামূলক সহজ হলেও, বিভিন্ন দফতর ও বিশেষ করে জেলার কর্মীরা অনেকটাই বঞ্চিত হন। এই বৈষম্য দূর করতেই পদোন্নতি বিষয়ক নয়া কমিটি গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Related Articles